কুমারখালীতে যুবককে কুপিয়ে খুন
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে রঞ্জু হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শহরের বাটিকামারা রেলগেট এলাকায় বুধবার রাত নটার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু।
এলাকাবাসী জানান, “রাত নটার দিকে কুমারখালী রেলগেট এলাকার মৃত আজিম হোসেনের ছেলে রঞ্জু হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।”
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








