মাহফিলের পোস্টারে নাম না থাকায় খুন
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদরাসার ওয়াজ মাহফিলের পোস্টারে সভাপতির নাম না থাকার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হামিদ ওরফে দেওয়ান আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার সকালে পূর্বধলায় এ ঘটনা ঘটে। দেওয়ান আলী উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত সাদির জমার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবানীপুর নুরানি হাফিজিয়া মাদরাসায় এদিন বিকাল থেকে রাতব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা।
মাহফিলের দাওয়াত দেওয়া ও প্রচারের জন্য ছাপানো পোস্টারে মাদরাসার সভাপতি আলী আহাম্মদের নাম না থাকায় গত দুদিন আগে দেওয়ান আলীর ছেলে খাইয়ুমের সাথে আলী আহাম্মদের কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিক্ষের হামলায় দেওয়ান আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, “এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








