ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনি, আটক ৩
পাবনা: পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে গ্রামবাসী।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ধুলঘাঘড়াখালি গ্রামের সানাউল ইসলামের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু ওরফে রাজ্জাক ডাকাত (৪০), একই উপজেলার কান্দারপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রঞ্জু হোসেন (২৮)এবং মীরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মজিদ (৩০)।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. বদরুদ্দৌজা জানান, "আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তাদের কাছ থেকে রামদা ও হাসুয়া উদ্ধার করা হয়েছে। আটক তিনজনের নামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের নামে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশী পাহারায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।"
স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে ঈশ্বরদী-ঢালারচর নির্মাণাধীন রেললাইনের ধরবিলা নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮/১০ জনের ডাকাত একদল। বিষয়টি এক ব্যক্তি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীকে জানায়। পরে গ্রামাবাসী চারিদিক থেকে ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালানের সময়ে তিনজনকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তিন ডাকাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








