News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

বিনামূল্যে উফশী পাটবীজ পাচ্ছে ২ লাখ চাষি

বিনামূল্যে উফশী পাটবীজ পাচ্ছে ২ লাখ চাষি

ঢাকা : চলতি মৌসুমে দেশের দু’লাখ পাটচাষিকে বিনামূল্যে উফশী পাটবীজ দেবে সরকার। প্রতি উপজেলায় ২ হাজার ১১২ কেজি করে বীজের বরাদ্দ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি উপজেলায় নির্বাচিত এক হাজার পাটচাষিকে এ বীজ  দেয়া হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ  উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৪৪টি জেলার দুশোটি উপজেলায় দু’লাখ পাটচাষিকে বিনামূল্যে এ বীজ দেয়া হবে।

জানা গেছে, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কৃত উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন প্রত্যয়িত তোষা পাটবীজ চাষিদের মধ্যে বিতরণ করা হবে। চলতি  মৌসুমে ও-৯৮৯৭ এবং ও-৭২ জাতের মোট ৪২২ দশমিক ৪০ মেট্রিক টন পাটবীজ বিনামূল্যে বিতরণ করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এসব বীজের মধ্যে রয়েছে ও-৯৮৯৭ জাতের বীজ ৩৯৩ দশমিক ৪০ মেট্রিক টন এবং ও-৭২ জাতের বীজ ২৯ মেট্রিক টন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এ হিসেবে কেজি প্রতি মূল্য দাঁড়ায় ১৪২ টাকা।

এর ফলে প্রতিবিঘা (৩৩ শতাংশ) জমির জন্য ৭৭৫ গ্রাম ওজনের এক প্যাকেট বীজ বপন করা যাবে। একর প্রতি পাটের ফলন প্রায় ৩০-৩৫ মণ।

জানা গেছে, বীজ পেতে কৃষকদের জন্য উপজেলা কমিটির মাধ্যমে বিতরণের কার্যক্রম চলছে। এজন্য যোগাযোগ করতে হবে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার অফিসে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়