News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৫

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই চলছে অবরোধ

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই চলছে অবরোধ

ছবি: সংগৃহীত

পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ‘জুম্ম-ছাত্র জনতা’র ডাকা অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বলবৎ রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। অবরোধের তৃতীয় দিনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজার ও আশপাশের দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

খাগড়াছড়ির গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর টহল চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উপজেলায় অবরোধকারীদের অবস্থান নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: জরাজীর্ণ ঘরে বিধবা ফিরোজা বেগমের মানবেতর জীবন

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে স্বজনেরা অচেতন অবস্থায় তাকে একটি খেত থেকে উদ্ধার করেন।

এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে এবং আদালত তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন। ধর্ষণ ঘটনার প্রতিবাদে গত শনিবার ভোর ৫টা থেকে জুম্ম-ছাত্র জনতা অবরোধ কর্মসূচি শুরু করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়