মালয়েশিয়া যাওয়ার দাবিতে কারওয়ান বাজারে অবরোধ

ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখা হলেও পরিস্থিতি দীর্ঘ সময় উত্তেজনাপূর্ণ ছিল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেন। এই সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাদের ঘিরে রাখেন।
এক বিক্ষোভকারী জানান, আমরা সব টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে পারিনি। এখন আমাদের মালয়েশিয়ায় নিয়ে যেতে হবে। আমরা দীর্ঘদিন ধরে ঘুরছি, এখন টাকাও নেই আমাদের কাছে।
আরও পড়ুন: মারমা কিশোরী ‘ধর্ষণের’ ঘটনায় উত্তেজনা: খাগড়াছড়িতে বিজিবি মোতায়েন
অন্য একজন বিক্ষোভকারী বলেন, আমাদের এখানে ডিসি সাহেব এসে আমাদের ২০ মিনিট সময় নিয়েছেন। তিনি আমাদের ৮ জনের একটি প্রতিনিধিদলকে নিয়ে যাবেন। আমাদের দাবি মেনে নেওয়া হলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। নাহলে আন্দোলন চলমান থাকবে। আমাদের প্রথম দাবি, মালয়েশিয়া যেতে না পারা সব কর্মীকে মালয়েশিয়া পাঠাতে হবে।
কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পর বেলা সাড়ে ১১টার কিছুটা পর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে দেন। তবে তারা সার্ক ফোয়ারার আশেপাশে অবস্থান বজায় রাখেন।
নিউজবাংলাদেশ.কম/পলি