News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে  ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন।

শবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল সেখ (৪৮)। তিনি মাছের ব্যবসা করতেন। অপরদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন: ছাগল চোরের হেদায়াতের জন্য দোয়া মাহফিল

তিনি জানান, হতাহতরা বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইজিবাইকে মাদারীপুর থেকে আলফাডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হতে গেলে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের প্রাণহানি হয় এবং অপর ছয়জন আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে আরও দুইজনের মৃত্যু হয়। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়