News Bangladesh

ফরিদপুর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ড. ইউনূস: ফয়জুল করিম

নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ ড. ইউনূস: ফয়জুল করিম

ছবি: নিউজবাংলাদেশ

ড. ইউনূস নোবেল পুরস্কার পেলেও রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেন, বর্তমান সরকার বৈষম্য সৃষ্টি করেছে এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের বোয়ালমারীতে ইসলামী আন্দোলন উপজেলা শাখার উদ্যোগে চৌরাস্তার মোড়ে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম অভিযোগ করেন, ইউনূস জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, বাকিদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তিনি ন্যায়পরায়ণ নন এবং নিরপেক্ষতাও বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। দেশের জনগণ পরিবর্তন চায়, তাই আলেম-ওলামাদের পাশে দাঁড়াচ্ছে।

তিনি বলেন, দেশে কিছু জরিপ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো রিপোর্ট প্রকাশ করে। এসব প্রতিষ্ঠান দেখায় ইসলামী আন্দোলনের কোনো ভোট নেই, অথচ বাস্তবে জনগণ তাদের সঙ্গে আছে। তিনি এসব প্রতিষ্ঠানকে ‘দালাল’ বলে অভিহিত করেন।

আরও পড়ুন: সবুজবাগে ককটেলসহ দুই যুবক গ্রেফতার

সমাবেশে ফয়জুল করিম রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলন রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে এবং সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে।

বোয়ালমারী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের খেলাফত মজলিসের প্রার্থী শাইখুল হাদীস আল্লামা শাহ আকরাম আলী, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি সরাফত হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ালিউর রহমান রাসেল এবং ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়