News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব নৌকা চলাচল নিষিদ্ধ

সাদাপাথরে পর্যটকবাহী ছাড়া সব নৌকা চলাচল নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য সব ধরনের নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। বালু ও পাথর লুট ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে মাইকিং করে এ নির্দেশনা ঘোষণা করা হয়।

নির্দেশনায় বলা হয়, ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে সাদাপাথর পর্যটনকেন্দ্র পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। অন্য কোনো নৌকা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ধলাই সেতুর আশপাশে দীর্ঘদিন ধরে বালু ও সাদাপাথর এলাকায় পাথর লুট হয়ে আসছিল। এ অবস্থায় তা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজন

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ঘোষণার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়