News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ৬৬ বন্দি উদ্ধার

টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ ৬৬ বন্দি উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড় থেকে মানবপাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। 

উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক।

কোস্টগার্ড পূর্ব জোন সূত্র জানায়, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজনকে টেকনাফে আনা হয়। এরপর সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র তাদের গহীন পাহাড়ে বন্দি করে রাখে। এছাড়া, অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিদেশে পাঠানোর প্রলোভনে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণও দাবি করা হয়।

এই সংবাদের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ এবং কোস্টগার্ড বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড় ও তৎসংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। 

আরও পড়ুন: হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ কর্মী আটক

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের সময় অপহরণকারীরা তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, তাদের তথ্য সংগ্রহের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে।

নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, টেকনাফ উপকূলে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় টেকনাফ কোস্টগার্ড স্টেশন কেরনতলীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়