News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

উত্তরায় কাশবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

উত্তরায় কাশবন থেকে তরুণীর মরদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় ১৭ নম্বর সেক্টরে কাশবনের ভেতর থেকে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মিডিয়া এখনও নিয়ন্ত্রিত বলে মনে করি: নাহিদ ইসলাম

তিনি জানান, ওই তরুণীর বয়স ২০-২২ বছর। তার পরনে লাল ও কালো রঙের জামা ছিল। ধারণা করা হচ্ছে, সপ্তাহ খানেক আগে অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে গেছে।

 সুরতহাল প্রতিবেদন তৈরির পর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়