জনদুর্ভোগ ও যানজট এড়াতে জেনে নিন আজ রাজধানীর কোথায় কোন কর্মসূচি
ফাইল ছবি
রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও নানা রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ফলে সড়কে বাড়তে পারে জনদুর্ভোগ ও যানজট। তবে আগে থেকেই কর্মসূচির তালিকা সম্পর্কে অবগত থাকলে সাধারণ মানুষ ভোগান্তি কিছুটা এড়াতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন স্থানে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্ধারিত রয়েছে।
খেলাফত মজলিস
বিকাল ৩টা : জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
আরও পড়ুন: যশোরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
জামায়াতের কর্মসূচি
বিকাল ৪টা ৩০ মিনিট : রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামি। কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ঢাকার মতো ব্যস্ত শহরে এ ধরনের একাধিক কর্মসূচি একই দিনে অনুষ্ঠিত হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জাতীয় প্রেসক্লাব এলাকা ও বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন এলাকায় বিকেল থেকে রাত পর্যন্ত ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ।
নগরবাসীকে তাই আগে থেকেই চলাচলের সময় ও বিকল্প সড়ক পরিকল্পনা করে নিতে পরামর্শ দিয়েছে দায়িত্বশীল সূত্র।
নিউজবাংলাদেশ.কম/পলি








