চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– ওই দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো.ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) ।
তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন ধরে গেলে সেখানে বেশ কয়েকজন আহত হন। চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে দগ্ধ ১০ জনকে সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে নেওয়া হয়। এদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ার ওই গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় গুদামে এবং আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি