News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০২, ৯ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই যুবক। এতে মো. ইয়ামিন (২৩) নিহত হয়েছেন এবং মো. ফাহিম (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের পাশে বুড়িগঙ্গা নদীর তীরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা ছিনতাইয়ের সময় দুই যুবককে ধরে গণপিটুনি দেন।

আরও পড়ুন: ফরিদপুরে মহাসড়ক অবরোধে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, “ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। এতে একজন মারা গেছেন। তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত ফাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা করা হয়নি।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়