News Bangladesh

জুয়েল রানা, কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১১:৩২, ৬ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে এক বকের ৪ পা

কুড়িগ্রামে এক বকের ৪ পা

ছবি: নিউজবাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিললো ৪ পা-ওয়ালা এক‌টি কানি বকের। বকটির দু-পা স্বাভাবিক থাকলেও, অন্য পা দুটি আকার কিছুটা ছোট। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ এক‌টি পুকুর পাড় থে‌কে ধ‌রেছেন এনে‌ছেন বক‌টি।

স্থানীয়রা জানান, গত বুধবার (৩ সেপ্টেম্বর) আব্দুর রশিদ প্রতিদিনের মতো গ্রা‌মে গ্রা‌মে হাড়িপাতিল ফে‌রি করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দেখ‌তে পান পুকুড় পাড়ে একটি কানি বক দাঁড়িয়ে আছে।  কা‌ছে গি‌য়ে দে‌খেন বক‌টির একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দী করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন।

স্থানীয়রা জানান, জীব‌নে অনেক বক দে‌খে‌ছি। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বক‌টির যত্ন নেই।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

ফুলবাড়ী উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক হি‌সে‌বে পরিচিত। জন্মগত ত্রুটির কার‌ণে এমনটি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়