News Bangladesh

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫০, ৯ সেপ্টেম্বর ২০২৫

সখীপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সখীপুরে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনসার আলী আসিফ। ছবি: নিউজ বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে সখীপুর থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা। 

সখীপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া বলেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

জানা গেছে, সখীপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা অপর একটি মামলায় তিনি জামিনে আছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়