News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৩, ২৫ আগস্ট ২০২৫

তৌহিদ আফ্রিদি গ্রেফতার 

তৌহিদ আফ্রিদি গ্রেফতার 

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (২৪ আগস্ট) রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় এ গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দীন। তিনি জানান, মামলার প্রেক্ষিতে আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে।

গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। ওই মামলায় শেখ হাসিনাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি।

এর আগে, ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়।

আরও পড়ুন: লালমনিরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ১

এদিকে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ (জেআরএ) সম্প্রতি সরকারকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য ২৬ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল। সংগঠনটির দাবি, তৌহিদ শুধু বর্তমান সরকারের সময় নয়, ১৫ আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনেও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়