লালমনিরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ১
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৪ আগষ্ট) বিকেলে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের মোকাদ্দেস নগরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়ন খালের দুলাল হোসেনের ছেলে সবুজ মিয়া এবং একই গ্রামের আরব আলীর ছেলে ফাহিম মিয়া। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়লো কৃষকের গরু-ছাগল
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা ব্যারেজ এলাকা থেকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে বড়খাতা বাজারের দিকে যাচ্ছিলেন। মোকাদ্দেস বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া ও ফাহিম মিয়া নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।
বড়খাতা হাইওয়ে থানার এসআই ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








