খুলনায় জবাই করে যুবককে হত্যা
ছবি: নিউজবাংলাদেশ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় শেখ শামিম হোসেন (৩৬) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার ১৮ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল কলেজ রোডের বাসিন্দা শেখ শামিম হোসেন নিজ বাড়ির তৃতীয় তলায় বন্ধুদের নিয়ে প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। গত রাতেও আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে তার স্ত্রী ও মা চিৎকার চেচামেচি শুনতে পেয়ে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় গিয়ে দেখতে পায় শামিমকে জবাই করে ফেলে গেছে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। শামিম তালা উপজেলার ইসলামকাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি মেম্বর বলে জানা গেছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাসুদ রানা জানান, নিহত শামিম সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাসিন্দা ছিল। কয়েক বছর আগে ডুমুরিয়ার ১৮ মাইলের কলেজ রোডে বাড়ি করে স্ত্রী ও মাকে নিয়ে বসবাস করত। হত্যাকান্ড সম্পর্কে এখনও বিস্তারিত কারন জানা যায়নি। তদন্ত চলছে ।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজে আগুন, একই পরিবারের ১০ জন দগ্ধ
তিনি আরও জানান, কারা তার বাড়িতে নিয়মিত যাতায়াত করত সে তথ্য নেয়া হচ্ছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








