গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন
ফাইল ছবি
রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে একটি বাসায় আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের ওই বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।
স্বজনরা জানান, দ্বিতীয় তলার ফ্ল্যাটে বসবাস করতেন তারা। বাসার পাশেই থাকা ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে বাসায়। এতে গুরুতর দগ্ধ হন তিনজন। ভোরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
আরও পড়ুন: মেহেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে গেল বিএসএফ
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের প্রায় ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালিও দগ্ধ হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানান।
নিউজবাংলাদেশ.কম/এসবি








