News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৫২, ১৩ আগস্ট ২০২৫

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে দালাল ও ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে দালাল ও ভূয়া পরীক্ষার্থী গ্রেফতার

ছবি: নিউজবাংলাদেশ

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠপর্যায়ের কার্যক্রম চলাকালীন সময়ে ভূয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার পরীক্ষার্থী কুড়িগ্রামে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা একটি দালাল চক্রকে গ্রেফতার করে। 

অভিযানে দালাল চক্রের তিন সদস্য এবং পরীক্ষা চলাকালীন সময়ে অসৎ উপায় অবলম্বন ও জাল কাগজপত্র ব্যবহার করে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা করা দুই পরীক্ষার্থীকে আটক করা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে জুয়ার আসরে বিএনপি নেতা আজগর আলীসহ গ্রেফতার ৩৫

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কচাকাটা থানাধীন নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালার চর এলাকার নুরনবী ইসলাম (১৮), বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার হজরত আলী (৪৮) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি এলাকার সোলায়মান মিয়া (৫০)। 

এছাড়া রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া এলাকার নাহিদ মিয়া (১৯) এবং ফুলবাড়ী উপজেলার আতিয়াবাড়ি এলাকার রাকিবুল হাসান রাকিব (১৯) রয়েছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি বজলার রহমান জানান, নিয়োগ প্রক্রিয়ায় অসৎ উপায় অবলম্বন করায় আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। কুড়িগ্রাম জেলায় নিয়োগ কার্যক্রম শতভাগ সচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। এবারও নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে করা হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়