News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৬, ২৮ অক্টোবর ২০১৯
আপডেট: ১০:০৬, ১ ফেব্রুয়ারি ২০২০

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই গ্রামের আলম শেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), মিঠু শেখের মেয়ে মিথিলা (১১) ও মোহাম্মদ সালেকের মেয়ে শিউলি (১৪)।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ওই গ্রামের এক ব্যক্তি গাছ কাটছিলেন। ওই সময় বৈদ্যুতিক তারের উপর গাছ পড়ে তার ছিঁড়ে যায় এবং ওই তার পুকুরে পড়ে।

তিনি বলেন, “বিষয়টি না জেনে ওই পুকুরে গোসল করতে নেমেছিলেন এলাকার পাঁচজন। এদের মধ্যে এই তিনজন গুরুতর আহত হন।”

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ইউএনও রফিকুল জানান।

 

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়