News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০১, ২০ জুলাই ২০১৫
আপডেট: ১৯:৪১, ১৯ জানুয়ারি ২০২০

বন্দুকধারীদের গুলিতে জেএমবি সদস্য নিহত

বন্দুকধারীদের গুলিতে জেএমবি সদস্য নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় অজ্ঞাত পরিচয়ধারীদের গুলিতে ফজলে রাব্বী (৩২) নামের এক জেএমবির সদস্য নিহত হয়েছে। নিহত রাব্বী সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামের ছাদ্দাকাসের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার দিকে ওয়াপদা বাঁধের ওপর অজ্ঞাত পরিচয়ধারীরা রাব্বীকে লক্ষ্য করে গুলি করে সটকে যায়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত রাব্বী জেএমবির সক্রিয় সদস্য ও বাংলা ভাইয়ের অনুসারী ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়