News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৬, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৪:০০, ১৯ জানুয়ারি ২০২০

ইলিশা ঘাট এলাকার দুশ মিটার নদী গর্ভে

ইলিশা ঘাট এলাকার দুশ মিটার নদী গর্ভে

ভোলা: ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরিঘাট সংলগ্ন সড়কের ব্লক বাঁধ এলাকায় ঈদের দিন থেকেই মেঘনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে।

ঈদের দিনেই ২৪ ঘণ্টায় প্রায় দুশ মিটার এলাকা মেঘনা গর্ভে বিলীন হয়ে গেছে। গত তিনদিনে প্রায় তিনশ মিটার নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে ভোলা-লক্ষ্মীপুর ফেরীঘাট, দুটি মৎস্য আড়ৎ, ২টি মসজিদ, ২টি বাজারসহ বিভিন্ন স্থাপনা।

এছাড়া সড়ক বিভাগ প্রায় ২ কোটি টাকা ব্যয়ে সদস্য নির্মিত ভোলা-লক্ষ্মীপুর মহা সড়কের ব্লক বাঁধ ধসে যাচ্ছে। ভাঙনের তীব্রতা দেখে ওই এলাকার কয়েক হাজার মানুষ আতংকিত হয়ে পড়েছেন। কিন্তু ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তর  জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন।

এদিকে ফেরি বাস্তবায়ন ও স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির আয়োজনে মঙ্গলবার দুপুরে ইলিশা ফেরিঘাট রক্ষার দাবীতে মানববন্ধন করেছে। এলাকাবাসী বলছেন, জরুরি ভিত্তিতে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নিলে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা যাবে না।

প্রতিবছরই ভোলা সদর উপজেলার ইলিশা, বাপ্তা, কাচিয়া, ধনিয়া, শিবপুর ইউনিয়নের হাজার হাজার পরিবার মেঘনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছে। চলতি বর্ষা মৌসুমেও মেঘনার ভাঙন চরম আকার ধারণ করেছে। দুদিনে  ইলিশা ফেরি ঘাট থেকে বিশ্বরোড লঞ্চঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন বৃদ্ধি পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়