News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৪:০০, ১৯ জানুয়ারি ২০২০

যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে মূল্যায়ন করা হবে: সৈয়দ আশরাফ

যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে মূল্যায়ন করা হবে: সৈয়দ আশরাফ

ঢাকা: যোগ্যতার ভিত্তিতে প্রশাসনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ঈদের ছুটি কাটিয়ে তিনি প্রথম অফিসে আসেন। মন্ত্রণালয়ে ঢোকার আগে সচিবালয়ের এক নম্বর ভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

সৈয়দ আশরাফ বলেন, ‘প্রশাসনে দলীয়করণে আমরা বিশ্বাস করি না। তেমনটি কখনো হবেও না। যোগ্যতার ভিত্তিতে প্রত্যেককে মূল্যায়ন করা হবে।”

তিনি আরো বলেন, “এ মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আমি দায়িত্ব পালন করছি। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এরও আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন জায়গা। এখানে কাজের মাধ্যমে আমি শিখব, অভিজ্ঞতা অর্জন করবো এবং সেভাবে সামনের দিকে এগিয়ে যাব।”

সোমবার দুপুর আড়াইটায় মন্ত্রণালয়ে যান সৈয়দ আশরাফ। এ সময় তাকে স্বাগত জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা। এরপর তিনি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। কিন্তু শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঈদের ছুটি থাকায় সোমবার থেকে তিনি অফিস শুরু করেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়