News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৫, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০২০

পরিবারের সঙ্গে অভিমান করে ছাত্রের আত্মহত্যা

পরিবারের সঙ্গে অভিমান করে ছাত্রের আত্মহত্যা

কুড়িগাম: ‘ডাক্তার বলছে বাবা হয়তো আর বেশি দিন বাঁচবেন না, যে কোনো সময় পৃথিবী থেকে বিদায় নিতে পারে,বাবা যদি পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে আমার পড়া লেখার কী হবে? কে আমাকে পড়ার খরচ দেবে, কীভাবে জীবন চলবে’ এভাবে টেনশন করতে করতে একপর্যায়ে আবদুর রাজ্জাক পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে।

আব্দুল রাজ্জাক (১৭) কুড়িগ্রামের ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী গ্রামের দিনমজুর অব্দুল সাত্তারের কলেজ পড়ুয়া মেধাবী ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল রাজ্জাকের বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার সমস্যায় ভুগছে এবং যে কোনো সময় তিনি মারা যেতে পারেন । কিন্তু গরিব অসহায় পরিবার পক্ষে তার সু-চিকিৎসা করা সম্ভব হয়নি। বাবার একমাত্র ছেলে আব্দুল রাজ্জাক সে বাবার জন্য কিছুই করতে পারেনি। এভাবে সে টেনশনে আত্মহত্যা করেছে।

কুড়িগ্রামে ফুলবাড়ীতে রোববার রাত ১০টার দিকে তালুক শিমুলবাড়ী গ্রামের দিনমজুর অব্দুল সাত্তারের কলেজ পড়ুয়া মেধাবী ছাত্র ছেলে আব্দুল রাজ্জাক (১৭) পরিবারের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হঠাৎ আব্দুল রাজ্জাকের গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে সে ধরনার সঙ্গে ঝুলে আছে এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মেধাবী ছাত্র আব্দুল রাজ্জাকের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার এস আই সেলিম মালিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়