পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লালমিনরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম বাবু (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করেছে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম বাবু উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হাজারানিয় গ্রামের সহিদার রহমানের ছেলে।
এলাকাবাসী ও জিআরপি পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পাটগ্রামে রেল স্টেশনে প্রবেশ করে। নিহত বাবু ট্রেনের ছাদের উপরে কারেন্টের তার আটকে পরে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে (জিআরপি) পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








