সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা: প্রবীণ সাংবাদিক এম ওবায়দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এম ওবায়দুল হকের মৃত্যুতে দেশ একজন সাহসী সাংবাদিককে হারালো।”
তিনি বলেন, “মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তার অবদান জাতি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।”
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, এম ওবায়দুল হক (৮৭) রোববার (১৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রামে মারা যান। তার মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক ওবায়দুল হক স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
ওবায়দুল হক কর্মজীবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








