News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০২০

মিশরের সিনাইয়ে সংঘর্ষে ৭ সেনাসহ ৫৯ সন্ত্রাসী নিহত

মিশরের সিনাইয়ে সংঘর্ষে ৭ সেনাসহ ৫৯ সন্ত্রাসী নিহত

মিশরের সিনাই উপদ্বীপে দফায় দফায় সংঘর্ষে দেশটির সাত সেনা ও ৫৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
 
রোববার মিশরের সামরিক বাহিনী বিলেছে, নিহত সাত সেনার মধ্যে তিনজন সন্ত্রাসীদের রকেট হামলায় মারা গেছে।

অন্যদিকে মিশরের উত্তর সিনাইয়ে দেশটির বিমান বাহিনীর সহায়তায় সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন সন্ত্রাসীর সবাই মারা যায়।
 
এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, বিমান বাহিনীর সহায়তায় সেনাবাহিনী সন্ত্রাসীদের ১৪টি আস্তানায় হামলা চালায়। সামরিক বাহিনী দাবি করেছে, সন্ত্রাসী নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ছাড়া, চার সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ খবর পাওয়া পর্যন্ত সেখানে অভিযান চলছে।

মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসিকে ২০১৩ সালের জুলাই মাসে উৎখাত করে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি ক্ষমতায় বসার পর থেকে  সিনাই উপদ্বীপে ব্যাপক গোলযোগ চলে আসছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়