News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১৩, ২০ জুলাই ২০১৫
আপডেট: ০৪:০১, ১৯ জানুয়ারি ২০২০

মিরসরাইয়ে একই ভবনের ৫ ফ্লাটে ডাকাতি

মিরসরাইয়ে একই ভবনের ৫ ফ্লাটে ডাকাতি

মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ের ঝিলিক ভবনে একই রাতে পাঁচটি ফ্লাটে ডাকাতির ঘটনা ঘটেছে। মিরসরাই পৌর সদরের ফারুকীয়া ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন ঝিলিক ভবনটির ৫টি ফ্লাট থেকে ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

ঝিলিক ভবনের ভাড়াটিয়া জয়নাব বিবি জানান, “ঈদের আগের দ্বিতল ঝিলিক ভবনের মালিকসহ ৫টি ফ্লাটের সবাই বাড়িতে যায়। রোববার (১৯ জুলাই) রাত নয়টায় বাসায় ফিরে দেখি ভবনের মূল গেটে তালা ভাঙ্গা। বিষয়টি ভবনের মালিককে অবগত করি। ডাকাতদল ৫টি প্লাটেই হানা দিয়েছে। মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে গেছে।”
 
সরেজমিনে ওই ভবনে গিয়ে দেখা গেছে দ্বিতল ভবনটির ৫টি ফ্লাটেরই তালা ভেঙ্গে ডাকাতরা জিনিসপত্র তছনছ করেছে। কয়েকজন ভাড়াটিয়া ঈদে বাড়িতে গিয়ে এখনো আসেননি। তাই ডাকাতির ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে ওই ভবন কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য কোনো দারোয়ান রাখেননি বলে অভিযোগ করেছেন ভাড়াটিয়ারা।

ভাড়াটিয়া জাকারিয়া জানান, “ডাকাতদল ফ্লাটে ঢুকে নগদ ৫০হাজার টাকা ও তার সহধর্মীনির দুইভরি ওজনের কানের দুল ও গলার চেইন লুট করেছে। ডাকাতদল পাশের ফ্লাট থেকে তিনভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে ভাড়াটিয়া সায়েম জানিয়েছেন।” তিনি আরো জানান, “গত বছর রমজান মাসে ওই ভবন থেকে তার মোটর সাইকেল চুরি হয়েছিল।”

মুঠোফোনে ঝিলিক ভবনের ভাড়াটিয়া ঝরণা আক্তার জানান, “ঈদ করতে সন্তানদের নিয়ে মঘাদিয়ার কাজীর তালুকে গ্রামের বাড়িতে এসেছেন। প্রতিবেশী ভাড়াটিয়াদের কাছ থেকে ডাকাতির ঘটনা শুনেছেন। তার ফ্লাটেও ডাকাতি হয়েছে। বাসায় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিল।”

মিরসরাই থানার ওসি (তদন্ত) দিপঙ্কার তালুকদার বলেন, “ঝিলিক ভবনের ৫ফ্লাটের সবাই ঈদে বাড়িতে গিয়েছিল। ভবনে কোনো দারোয়ানও ছিল না। ফাঁকা ভবনে লুটের ঘটনা ঘটেছে। পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়