আকিজ ফুট ওয়্যারের আগুন নিয়ন্ত্রণে
সাভার: রোববার বিকাল সাড়ে পাঁচটায় নরসিংহপুর এলাকায় ‘আকিজ ফুট ওয়্যার লিমিটেড’কারখানায় ধরা আগুন রাত ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে।
মিরপুর, সাভার, আশুলিয়া, ইপিজেড ও গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে, আগুন পুরোপুরি নিভতে রাত ১২টা বেজে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে আবাসিক কিছু কর্মচারী আটকে পড়লে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় লোহার ফ্রেম ও ইট দিয়ে তৈরি একটি দোতলা ভবন হেলে পড়েছে। তবে হতাহতের খবর জানা যায়নি।
ঈদের ছুটিতে শ্রমিকরা প্রায় সবাই কারখানার বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে অনেকে মনে করছেন।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








