ইসিতে যাচ্ছে বিএনপিপন্থি ‘শত নাগরিক’
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে (সিইসি) দেখা করতে যাবে বিএনপিপন্থি ‘শত নাগরিক জাতীয় কমিটি’র ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকেল সাড়ে ৩টায় প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন কার্যালয়ে যাবেন। প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন কমিটির আহ্বায়ক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
কমিটির সদস্য সচিব কবি আবদুল হাই শিকদার জানান, সিটি নির্বাচনের বিষয়ে আলোচনা করতেই তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন।
প্রতিনিধি দলে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সুপ্রিমকোর্টের আইনজীবী ফাহমিদা ইয়াসমীন মুন্নী।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








