News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৮ জানুয়ারি ২০২০

চিকিৎসকদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

চিকিৎসকদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

ঢাকা: মাঠ পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি কঠোরভাবে মনিটরিং করার জন্য সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সংক্রান্ত এক মনিটরিং সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, “কর্মস্থলে অনুপস্থিত থাকার কোন অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষের চিকিৎসা ব্যহত হতে পারে এমন কোন পরিস্থিতি বরদাস্ত করা হবে না। যে সিভিল সার্জন তার অধীনে থাকা চিকিৎসকদের গাফিলাতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না তাকেও জবাবদিহির আওতায় আনা হবে।”  

গ্রামের দরিদ্র মানুষ আজ কমিউনিটি ক্লিনিকে গিয়ে বিনামূল্যে যে স্বাস্থ্যসেবা পাচ্ছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবনী চিন্তার ফসল উল্লেখ করে মন্ত্রী বলেন, “বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক এক দৃষ্টান্ত স্থাপনকারী কার্যক্রম। এই ব্যবস্থাকে আরো গতিশীল ও দক্ষ করে তুলতে হবে। নিয়মিত ক্লিনিকে থেকে সেবা না দেয়ার কোন অভিযোগ পেলে কাউকে ছাড় দেয়া হবে না।”

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ডা. মাখদুমা নার্গিসসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়