ফেরিওয়ালা সেজে মাদক পাচার: আটক ২
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ফেরিওয়ালা সেজে অভিনব কায়দায় মাদক পাচারকালে গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে দুই পাচারকারী। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের দাতিয়ারায় বিটিভি উপকেন্দ্রের সামনে মাদকসহ ওই দুইপাচারকারীকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, বাচ্চাদের খেলনা ও মহিলাদের প্রসাধনী সামগ্রীর ফেরিওয়ালা সেজে অভিনব উপায়ে গাঁজা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিদর্শক (এসআই) মো. নুরুল আমীনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বিটিভি উপকেন্দ্রের সামনে থেকে দুই পাচারকারীকে তল্লাশি করে খেলনার মধ্যে লুকানো অবস্থায় পাঁচকেজি গাঁজা উদ্ধার করে।
এ সময় আটক করা হয় মোঃ তাহের মিয়া(২২) ও মো. শাহিন মিয়া (২৫) নামে ফেরিওয়ালা সাজা দুই পাচাকারীকে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








