ভোলায় ২৭ লাখ টাকার অবৈধ জাল জব্দ
ভোলা: জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, মঙ্গলবার ইলিশের অভয়াশ্রম রক্ষায় মৎস্য অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে কোস্টগার্ড মেঘনায় অভিযানে নামে। মেঘনা নদীর রগ কাটার চর, চৌমুহনী, ভবন ভাঙ্গার চর, চর মোজাম্মেল, চর জহির উদ্দিনে অভিযান চালানো হয়। এসময় তারা বিভিন্ন ধরনের অবৈধ ৭৫ হাজার মিটার জাল জব্দ করে। জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ২৭ লাখ টাকা। পরে এসব জাল জাল পুড়িয়ে ফেলা হয়।
নিউজবাংলাদেশ/এফএ
নিউজবাংলাদেশ.কম








