নূর হোসেনের প্রধান সহযোগী আটক
ঢাকা: নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের প্রধান সহযোগী রহম আলীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় আটকের তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম শাখার এডিসি মো. ইফতেখারুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়ি চং এলাকা থেকে রহম আলীকে আটক করেছে পুলিশ।
রহম আলী ডেমরা থানার সারুলিয়ার বাহাদুর বিশ্বাসের ছেলে। সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের যাত্রাপালা ও অশ্লীল নৃত্য পরিচালনা করতেন রহম আলী। সেভেন মার্ডারের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার ৫ সহযোগী এবং আইনজীবি চন্দন সবকার ও তার ড্রাইভার জাহাঙ্গীরকে আপরণ করা হয়। এর তিন দিনের মাথায় শীতলক্ষ্যা নদী থেকে ওই ৭ জনের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। এই হত্যাকাণ্ডের নির্দেশ দাতা হিসেবে নাম উঠে আসে নূর হোসেনের।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম








