News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০২০

প্রশাসনে রদবদল

প্রশাসনে রদবদল

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে। পাশপাশি ৬ জন যুগ্ম সচিব পদেও রদবদল করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. ইউসুফ আলীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ৪টি টেক্সটাইল ইনন্সিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, বেপজার যুগ্মসচিব (সদস্য) মো. আব্দুল রহমানকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) শেখ আব্দুল মান্নানকে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘কনস্ট্রাকশন অব উপজেলা অ্যান্ড রিজিওনাল সার্ভার স্টেশন ফর ইলেক্ট্রোরাল ডাটাবেইজ (তৃতীয় প্রকল্প)’ শীর্ষক প্রকল্পের পরিচালক করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিনকে পেট্রোবাংলার পরিচালক, ওএসডি যুগ্মসচিব আবু হেনা মোস্তফা কামালকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ব্লেচিং মর্ডানাজেশন, রিনোভেশন অ্যান্ড এক্সপানশন (বিএমআরই) অফ দি এক্সিসটিং ক্লথ প্রসেসিং সেন্টার অ্যাট মাধবদী,নরসিংদী প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক মো. মফিদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়