ডিসিসি নির্বাচন
মনোনয়ন নিলেন ১১ মেয়র প্রার্থী
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে একজন নারীও আছেন। তার নাম হেলেনা জাহাঙ্গীর।
রোববার দিনভর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা পদ থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ববি হাজ্জাজ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বাহাউদ্দিন আহমেদ বাবুল, যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল কাফি ও হেলেনা জাহাঙ্গীর হেলেন।
এর আগে আরও দুজন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে মনোনয়নপত্র নিয়েছেন মোট ১৩ জন । এছাড়া শতাধিক কাউন্সিলর প্রার্থী দুই সিটিতে মনোনয়ন পত্র নিয়েছেন।
গত ১৮ মার্চ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ তফসিল ঘোষণা করেন। ২৯ মার্চের মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ শেষে দাখিল করতে হবে। ১ ও ২ এপ্রিল বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








