ডিএমপির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা: রাজধানীর মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল তিনটা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বেগম রোমাইসা সামাদ ও মিসেস জীশান মীর্জা।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাসসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








