News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩১, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২১, ১৮ জানুয়ারি ২০২০

৬ পেট্রল বোমাসহ আটক ২

৬ পেট্রল বোমাসহ আটক ২

ঢাকা: গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের ওয়ালটন শো-রুমের সামনে থেকে ৬টি পেট্রেল বোমাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন মো. রফিউল আলম (১৮) ও মো. সঙ্গীত (১৮)।

রোববার বিকেল সাড়ে পাঁচটার সময় তাদের আটক করা হয় বলে নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে তেলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১ এর একটি দল। অভিযানের নেতৃত্বে ছিলেন লে. কমান্ডার কাজী মো. শোয়াইব, সিনি. এডি মো. জিয়াউর রহমান এবং এএসপি মাহবুবুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/এনএইচে/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়