News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৮, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২১, ১৮ জানুয়ারি ২০২০

বার্ন ইউনিটে মৃত্যুর মিছিল

বার্ন ইউনিটে মৃত্যুর মিছিল

ঢাকা: পেট্রল বোমা হামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের মৃত্যুর মিছিল শুরু হয়েছে। সর্বশেষ আজ রোববার বিকেলে মতিন বিশ্বাসের (২৮) মৃত্যুতে একদিনেই মোট চারজনের মৃত্যু হয়েছে।

মাগুরায় পেট্রোল বোমার হামলায় দগ্ধ হয়ে মতিন বিশ্বাস বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ বেলা ৪টার দিকে তিনি মারা যান। বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল নিউজবাংলাদেশ.কমকে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, মাগুরা-যশোর মহাসড়কে মাগুরার মঘির ঢাল এলাকায় বালুর ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় দগ্ধ মতিন বিশ্বাস বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মরা গেছেন।

এর আগে আজ সকালে শাকিল নামে আরও এক দগ্ধের মৃত্য হয়। এছাড়াও ঢাকা আনার পথে রাত আড়াইটার দিকে মারা যান রওশন আলী নামের আরো একজন।

সবমিলে মাগুরায় পেট্রোল বোমা হামলায় এ পর্যন্ত মারা গিয়েছেন ৩ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ইমরান (২৫), ফারুক (৩৫), নাজমুল (৩৫), নওশের (৪০), ইলিয়াস (৪০), আরব আলী (৩৫), রওশন (৩০) ও ইয়াদুল (৩২)। তাঁদের বাড়ি মাগুরা সদরের মালিগ্রাম এলাকায়।

এছাড়াও ১৮ মার্চ রাতে চাদপুর চন্দ্রা এলাকায় দূর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে বার্ন ইউনেটে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিন নামের এক ট্রাক চালক আজ দুপুরে মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়