News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২০

বিশ্ব পানি দিবস

ঢাকায় ব্যবহৃত হচ্ছে ৮৩ ভাগ ভূ-গর্ভস্থ পানি

ঢাকায় ব্যবহৃত হচ্ছে ৮৩ ভাগ ভূ-গর্ভস্থ পানি

ঢাকা: ঢাকা শহরে শতকরা ৮৩ ভাগ ভূ-গর্ভস্থ পানি ব্যবহৃত হচ্ছে। যা আশঙ্কা জনক বলে মনে করছে বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠন।

২২ মার্চ রোববার বিশ্ব পানি দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সিরাক বাংলাদেশসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পানির অধিকার প্রতিষ্ঠায় পদযাত্রা’শেষে এক সমাবেশ থেকে এ তথ্য দেওয়া হয়।

এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানি বিষয়ে বিভিন্ন তথ্যে বলা হয়, পৃথিবীতে ৭৪ কোটি ৮০ লাখ মানুষ বিশুদ্ধ পানি পান না। এমনকি ঢাকা শহরে এ হার আশঙ্কাজনক। ঢাকা শহরে অধিকাংশ মানুষ নোংরা পানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। আমাদের এখনই পানি বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। না হলে দ্রুত আমরা সংকটের দিকে ধাবিত হব।

সরকারের কাছে কিছু সুপারিশও পেশ করা হয় সংগঠনগুলোর পক্ষ থেকে। নদী-খাল-বিল ভরাট কার্যক্রম বন্ধ করে প্রাকৃতিক পানির উৎস সচল রাখা। বৃষ্টির পানির ব্যবহার নিশ্চিত করা, কারখানার বর্জ্য থেকে জলাশয় রক্ষা করাসহ ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করাসহ গুরুত্বপূর্ণ সাতটি সুপারিশ দেয়া হয়।

এ সময় নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সম্মিলিত জলধারা রক্ষা আন্দোলন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট পদযাত্রায় অংশ নেয়। ঢাকা শহরের বিভিন্ন এলাকা ঘুরে পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

 নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়