পুত্রের হাতে পিতা-মাতা খুন, পুলিশের এসআইসহ আহত ৬
পঞ্চগড়: জেলার পুরাতন ক্যাম্প এলাকায় পিতা-মাতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পুত্র। আজ রোববার দুপুরে পঞ্চগড় সদর থানার পেছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এসআইসহ আহত হয়েছে ৩ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা পঞ্চগড় সুগার মিলের অব. কর্মকর্তা মিজানুর রহমান (৬৫) ও মা সুলতানা বেগম (৫০) দুপুরে খেতে বসেছিলেন। এসময় পঞ্চগড় সুগার মিলের সিডিএ মাদকাসক্ত পুত্র মঞ্জুরুল হাসান শান্ত (৩৫) তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন।
তাদের আর্তচিৎকারে থানার এসআই আরিফ, এএসআই এনামুল হক, থানার গাড়িচালক মাহবুবের স্ত্রী নাসিমা বেগম দৌড়ে সেখানে গিয়ে শান্তকে নিরস্ত্র করতে গেলে ক্রদ্ধ শান্ত তাদেরকেও কুপিয়ে জখম করেন। এসময় শান্ত নিজেও আহত হন। মাদকের টাকা না দেয়ার শান্ত এ হত্যাকা- ঘটান বলে জানা গেছে।
এর পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে শান্তকে গ্রেফতার করে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








