News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫০, ১৮ জানুয়ারি ২০২০

মানসিক অসুস্থদের জন্য স্কুল সভা

মানসিক অসুস্থদের জন্য স্কুল সভা

কুষ্টিয়া: চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মানসিক অসুস্থ ব্যক্তিদের ওপর সচেতনতামূলক স্কুল সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সিবিএমের আয়োজনে এডিডি ইন্টারন্যাশনাল ও কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশন এ অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদ সুলতানা  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোছা. নাসিরা নাসরীন। সংক্ষিপ্ত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বসির আহম্মেদ। অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মানসিক অসুস্থ ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড ট্রেইনার মোছা. কহিনুর খাতুন ও রোকেয়া সুলতানা ময়না।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়