News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

‘ঢাকার পানিতল স্থায়ীভাবে নেমে যাচ্ছে’

‘ঢাকার পানিতল স্থায়ীভাবে নেমে যাচ্ছে’

ঢাকা: মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের ফলে ঢাকার পানিতল স্থায়ীভাবে নেমে যাচ্ছে। তাই সার্বিক পানি সম্পদের যথাযথ ও দীর্ঘস্থায়ী টেকসই প্রাপ্যতা নিশ্চিত করতে পানির বিজ্ঞানসম্মত ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্ব পানি দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বক্তারা।

২২ মার্চ বিশ্ব পানি দিবস উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, পানি ও টেকসই উন্নয়ন। এ দিবসের স্লোগান নির্ধারণ করা হয়েছে, পানির সহজ প্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি।

সম্মেলনে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের উপ-পরিচালক ড. আনোয়ার জাহিদ বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বহু দেশে বর্তমানে ভূ-গর্ভস্থ পানির উত্তোলন ও ব্যবহার যথাযথ ও টেকসই নয়। পানির অপরিকল্পিত ব্যবহার ও ব্যবস্থাপনা, অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো, দুর্বল বিতরণ ও বণ্টন ব্যবস্থা, অপচয় ইত্যাদি নানা কারণে দেশে সুপেয় পানির পরিমাণ কমে যাচ্ছে।

তিনি আরো জানান, ভূ-গর্ভস্থ পানির দ্রুত ও অনিয়ন্ত্রিত উত্তোলনের ফলে পানিবাহী শিলাস্তরে পানি সরবরাহ ক্ষমতা কমে যাচ্ছে। নষ্ট হচ্ছে পানির গুণগত মান। ভূ-গর্ভস্ত পানির ব্যাপক উত্তোলনে প্রধান শিলাস্তরে আর্সেনিকের মিশ্রণ ও  উপকুলীয় অঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানির অধিক হারে অনুপ্রবেশ পানির গুণাগুণ নষ্ট করছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, পরিবেশবিদ ড. মু. সিরাজুল ইসলাম, দক্ষিণ এশিয়া ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের চেয়ারম্যান ড. এ আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচলক ড. মাহবুবা নাজনিন প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব পানি দিবসকে কেন্দ্র করে আগামীকাল সকাল ৯.৩০ মিনিটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে সিক্যুরিং সাসটেইনেবল ওয়াটার ফর অল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়