News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২২, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

১৫ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান

১৫ এপ্রিল ঢাকায় আসছে পাকিস্তান

ঢাকা: বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পূরণ করে শনিবার অস্ট্রেলিয়া থেকে দেশের পথে উড়াল দিচ্ছে টাইগাররা। রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর পর নিজেদের মাঠে ব্যাট বলে ব্যস্ত হয়ে যাবে মাশরাফি-সাকিবরা। কারণ এপ্রিলে ঘরের মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।

গত পরশুই নিশ্চিত হওয়া গেছে, বিশ্বকাপ শেষেই পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে। শুধু বাকি ছিলো দিন-তারিখ। সেটিও এখন চূড়ান্ত হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের মতোই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে পাকিস্তান।

সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিন ম্যাচের পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

তবে কোন ম্যাচ কবে ও কোথায় হবে তা আগামী দুয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে। তবে ২২ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে।

পাকিস্তান ক্রিকেট দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ২০১১ সালে। অবশ্য এরপর তারা ২০১২ এশিয়া কাপ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঢাকায় এসেছিলো।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়