বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীর আত্মসমর্পণ
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরের নির্বাচনী সহিংসতা মামলায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী আত্মসমর্পণ করলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে জেলা জজ আদালত।
বুধবার দুপুরে ওই মামলা জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক মো. আক্তার হোসেনের আদালতে একসাথে এই ৩৪ জন নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পণের পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ মধ্যচর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী ভোটকেন্দ্রে আগুন, ভাঙচুর ও সহিংসতার অভিযোগে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম এ মামলাটি দায়ের করেন।
গত বছর ৮ জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াতের আড়াইশ থেকে তিনশ নেতাকর্মীকে আসামি করে মামলা নেয় পুলিশ।
দীর্ঘ একবছরে থানার এসআই আবদুল মতিন ও এবিএম সাহাবুদ্দিন মজুমদার দুদফা তদন্ত শেষে চলতি বছরের ১৮ জানুয়ারি কমলনগর উপজেলার জামায়াতের আমির মওলানা শিহাব সহ ৪৮ জনের নাম উল্লেখ করে চার্জশিট দেন।
১৮ মার্চ অভিযুক্তদের মধ্যে ৩৪ জন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করলে তাদের জেল হাজাতে পাঠান বিচারক।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








