শুক্রবার গণ-অধিকার সংগ্রাম কমিটির প্রতিবাদী পদযাত্রা
দেশে চলমান গুম, হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিএনপির আন্দোলনের নামে জনগণের ওপর হামলা-সন্ত্রাসের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে দিনব্যাপী প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি পালন করবে গণ-অধিকার সংগ্রাম কমিটি।
বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এর আগে গত শনিবার এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টায় শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। প্রারম্ভিক সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেনসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পদযাত্রাটি কাঁটাবন, হাতিরপুল বাজার, গাউসিয়া, নীলক্ষেত, আজিমপুর, লালবাগ, ইসলামবাগ, বঙ্গবাজার এলাকায় জনসংযোগ, পথসভা ও মিছিল সহকারে প্রদক্ষিণ করবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিকাল সাড়ে চারটায় সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








