শফিউল হত্যাকাণ্ড
রিমান্ডে রেশমার গুরুত্বপূর্ণ তথ্য
রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় দুদিনের রিমান্ড শেষে নাসরিন আখতার রেশমাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রিমান্ডে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করেনি। রেশমার দেওয়া তথ্যগুলো পুলিশ যাচাই বাছাই করছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, দুদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে নাসরিন আখতার রেশমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে রেশমার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
গত ৬ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সেকশন অফিসার রেশমাকে গ্রেফতার করে পুলিশ। ৭ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেশমাকে সাময়িক বরখাস্ত করেন।
এর আগে এই হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে রেশমার স্বামী আবদুস সামাদ পিন্টুসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিন্টু ও গ্রেফতারকৃতরা জানায়, রেশমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার ফলেই শিক্ষক শফিউল ইসলাম লিলনকে হত্যার পরিকল্পনা করেন তারা।
১৫ নভেম্বর নগরীর চৌদ্দপাই এলাকায় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় শিক্ষক লিলনকে। এ ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ১১ জন এবং র্যাব যুবদলের ৬ জনকে গ্রেফতার করে। এ হত্যা মামলায় পলাতক রয়েছেন জেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








