News Bangladesh

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সখীপুরে গণপিটুনিতে অটোভ্যান চোর নিহত

সখীপুরে গণপিটুনিতে অটোভ্যান চোর নিহত

ছবি: নিউজবাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ. রশিদ মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নে কয়েকদিন ধরে নিয়মিত চুরির ঘটনা ঘটছিল। শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান তিনি। 

আরও পড়ুন: সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

অন্যদিকে ওই দিন সকালে শাকিল নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে জনতা। তিনি কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া থেকে মোটসাইকেল চুরি করে পালানোর সময় কাকড়াজান ইউনিয়নের কাজীরামপুর আলীর মোড় এলাকায় জনতার হাতে ধরা পড়ে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়